বন্ধুত্বটা নষ্ট করবেন না, রাষ্ট্রদূতদের ওবায়দুল কাদের
বন্ধুত্বটা নষ্ট করবেন না, রাষ্ট্রদূতদের ওবায়দুল কাদের
![]() |
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই।’
শুক্রবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দলের অভ্যর্থনা উপকমিটির সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দূতাবাসের রাষ্ট্রদূতরা বড় বড় কথা বলেন, সম্পর্কটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে— ১৯৭১, '৭৫-এ। তারপরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে, এতে কারও লাভ হবে না। সবারই লেনদেন আমাদের আছে। অহেতুক কেন এসব কথা বলছেন?’
রাষ্ট্রদূতদের নিজের চেহারাটা আগে আয়নায় দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিনই মাস শুটিং (গণহারে গুলি) হচ্ছে, সপ্তাহে অন্তত দুটা। একেকটাতে পাঁচ-দশজন (নিহত)। ১৯টি শিশু ভয়ংকর শুটিংয়ে মারা গেছে। পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি, দিলে এ ঘটনা ঘটতো না। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হলো?
'নির্বাচনে জালিয়াতি' শব্দটি আমেরিকার জন্যও ব্যবহার হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পাঁচজন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যানসি পেলোসি কীভাবে লুকিয়ে ছিলেন, এই দৃশ্য আমরা দেখেছি’।
ওবায়দুল কাদের বলেন, ‘জার্মানিতে অভ্যুত্থানের ক্যু করার চক্রান্ত করছে। কারোই ভেতরের খবর সুখকর নয়। যুক্তরাজ্যে সেখানে তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো। আমরা তো সে তুলনায় ভালো আছি। আপনাদের এতো কিছু হচ্ছে, আমরা তো ইন্টারফেয়ার করি না। ব্রিটেনে দু'জন এমপি আততায়ীর হাতে নিহত হয়েছেন। আমাদের এখানে এ রকম ঘটনা ঘটেনি। সবাই নিজের চেহারা আয়নাতে দেখে অন্যকে নিয়ে কথা বলেন’।
তিনি বলেন, ‘কারো ফরমায়েশ, কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী