মুক্তিযুদ্ধের কথা শুনলে ফখরুলদের অন্তর জ্বলে: কাদের
মুক্তিযুদ্ধের কথা শুনলে ফখরুলদের অন্তর জ্বলে: কাদের
![]() |
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে। এ কারণেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান না মির্জা ফখরুলরা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, ‘যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) নাকি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে।’
কাদর বলেন, ‘মির্জা ফখরুল নাটক শুরু করেছেন। তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) না কি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে।’
ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ মন্তব্য করে কাদের বলেন, ‘সম্প্রতি তিনি বলেছেন সেইফ এক্সিট করতে। আমরা তাকে বলছি, নির্বাচনই হবে সেইফ এক্সিটের একমাত্র পথ। কোনো চোরা রাস্তায় ক্ষমতায় যাওয়ার বাসনা করবেন না।’
সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজশাহীকে বলেছি কোথাও গাড়ি বন্ধ হবে না। ঢাকায়ও পরিবহন বন্ধ হবে না। এরপর যদি আগুন নিয়ে, লাঠি নিয়ে নামেন তাহলে সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবে। আমরা ক্ষমতায় আছি তাই আমরা ক্ষমতায় থেকে দেশে কোনো অশান্তি চাই না।’

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী