সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি চায়নি বিএনপি: এ্যানী
সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি চায়নি বিএনপি: এ্যানী
![]() |
আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য ভেন্যু হিসেবে বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চায়নি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে কীভাবে বিএনপি সমাবেশ করবে? ১০ ডিসেম্বরের আগের দু’দিন সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচি রয়েছে। সেখানে ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে তা হবে সাংঘর্ষিক।’
তিনি বলেন, আমরা নয়াপল্টনেই সমাবেশ করব। সেই সমাবেশ হবে শান্তিপূর্ণ। এর আগেও নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করেছে বিএনপি।
বিএনপি'র প্রচার সম্পাদক বলেন, ‘বৃহস্পতিবার পুলিশের মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন, গণসমাবেশের জন্য আপনারা বিকল্প কোনো ভেন্যু চেয়ে আবেদন করেন। আমি জানিয়েছি, আমরা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি চেয়ে ইতোমধ্যে দুবার চিঠি দিয়েছে। আমরা একমাত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ করতে চাই, অন্য কোথাও নয়। এটা দলের সিদ্ধান্ত।’
এর আগে সন্ধ্যায় রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে। ওখানে জায়গা স্বল্পতার কারণে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হতে পারে।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`