শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাবে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:২৮, ২৪ নভেম্বর ২০২২

২৯৩

‘শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাবে বিএনপি’

নয়াপল্টন নয়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য তাদের কিছু শর্ত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (২৪) রাজধানীর সদরঘাটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দলের প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দুই মাস ধরেই দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে আসছে বিএনপি। ইতোমধ্যে সাতটি বিভাগে সমাবেশ শেষ করেছে দলটি।

এরই অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা বলে আসছে দলটি। এজন্য গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে মহাসমাবেশের অনুমতির বিষয়ে কথা বলেন বিএনপির একটি প্রতিনিধিদল।

ডিএমপি কমিশনার বরাবর লিখিত ওই দরখাস্তে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়।

যদিও গত কয়েকদিন ধরে সরকারের মন্ত্রীরা নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু বিএনপি বারবারই নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনমনীয় থাকার কথা বলছে। এমন অবস্থার মধ্যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে সমাবেশ করার স্থানের কথা জানালেন।

সদরঘাটে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-১৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, শর্তসাপেক্ষে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে সমাবেশ করার বিষয়ে অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ বা কালকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত