বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারের বেপরোয়া তৎপরতায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২২

৩৭৯

মিয়ানমারের বেপরোয়া তৎপরতায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা বিএনপির

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে দলটি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভৌগলিক অখণ্ডতা রক্ষার্থে মেরুদণ্ড সোজা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মিয়ানমার সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে গোলা নিক্ষেপের মাধ্যমে সীমান্ত এলাকায় গভীর আতঙ্কজনক পরিস্থিতি করেছে। বাংলাদেশের অবৈধ সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির সুযোগে গত ২৮ আগস্ট শুরু হওয়া মিয়ানমার সশস্ত্র বাহিনীর সামরিক ঔদত্যপূর্ণ আচরণ বেড়েই চলেছে। যার সর্বশেষ উদাহরণ শুক্রবার মিয়ানমার বাহিনীর মর্টার শেলের আঘাতে রোহিঙ্গা কিশোরের মৃত্যু। এসব আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

বর্তমান সরকারের নতাজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার এভাবে বাংলাদেশের অভ্যন্তরে গোলা বর্ষণ করছে বলে মন্তব্য করেন তিনি।

ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সেখানেও হত্যা অব্যাহত রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়েও সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মশিউর রহমান, রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত