শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০৬, ১১ সেপ্টেম্বর ২০২২

৩৪৪

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন

ফাইল ছবি
ফাইল ছবি

ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবার আবেদন করেছে। সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে এসেছি। আমরা এখনো সচিবালয়ে আছি। কিছুক্ষণ আগেই আবেদন জমা দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর পাঁচ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত