শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জ্বালানি নিয়ে সাংবাদিকের প্রশ্নে চটলেন কাদের!

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:১৬, ৬ আগস্ট ২০২২

৩২২

জ্বালানি নিয়ে সাংবাদিকের প্রশ্নে চটলেন কাদের!

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই চটলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা এ বিষয়ে প্রথমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নিন। আমার প্রতিক্রিয়া কেন? আমি তো বিদ্যুৎমন্ত্রী না। বিদ্যুৎমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, সেটা আপনাদের শুনতে হবে। এরপর দলেরটা আমি পরের দিন বলব।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এ প্রতিক্রিয়া জানান তিনি।

কাদের আরও বলেন, পরিবহনে আমার যা করার, তা আমি করছি। আমি তো বিদ্যুৎমন্ত্রী না। বিদ্যুৎমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, সেটা আপনাদের শুনতে হবে।

এদিন, জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, রাজপথেই বিএনপির সব অপকর্মের জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি প্রকারান্তরে বাংলাদেশকেই বিশ্বাস করে না! তারা সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করছেন। কাজেই আজও আমাদের এক দফা দাবি হওয়া উচিত, বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে বিতাড়িত করতেই হবে। রাজনীতিতে সুস্থতা ফিরিয়ে আনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য এই অপশক্তিকে বিতাড়িত করা দরকার।  

দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি-জামায়াত এই সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে গুজবের বিরুদ্ধে সচেতন হতে হবে।

বিএনপি একটি শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করছে, তাই তাদের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান নেতারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত