শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারায়ণগঞ্জে বিজিবির টহল

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

২৩:৩৮, ১৫ জানুয়ারি ২০২২

৩৭৮

নারায়ণগঞ্জে বিজিবির টহল

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নগরীর সড়কগুলোয় টহল দিতে দেখা গেছে তাদের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। নগরীর সড়কগুলোয় টহল দিয়েছে তারা।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে নগরীর চাষাঢ়া এলাকা হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে বিজিবির কয়েকটি গাড়িকে টহল দিতে দেখা যায়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ  বলেন, ‘নির্বাচন ঘিরে পুলিশ, র্যা বের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আশা করি সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন।’

তিনি বলেন, ‘১৪ প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচারের শুরু থেকে এ পর্যন্ত ২০০ মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে এবং লক্ষাধিক টাকা জরিমানা করেছি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত