মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য দেশে উত্তেজনা সৃষ্টি করেছে

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩০, ১৬ অক্টোবর ২০২১

৫৯৪

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য দেশে উত্তেজনা সৃষ্টি করেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী

পবিত্র ইসলাম ধর্ম নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সম্প্রতি দেওয়া বক্তব্যে দেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী বলেছেন- রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন বিশ্ববেহায়া এরশাদ। এরশাদ কার লোক? বিশ্ববেহায়া এরশাদ তো শেখ হাসিনার সার্টিফায়েড বন্ধু।’

তিনি বলেন, ‘সরকারের অপকর্ম ঢাকার জন্য আগে বেফাঁস কথা-বার্তার প্রতিযোগিতা ছিল ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মধ্যে। তাদেরকে এখন টপকাতে চান এই অবৈধ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।’

বিএনপির এই নেতা বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে মুরাদ হাসানের বক্তব্যের পরে ঘটনা ঘটলো কুমিল্লায়। এরপরে সারাদেশে টেনশন, উত্তেজনা ও রক্তপাত। কেন এই পরিস্থিতি? ওই যে মুরাদ হাসান যে বক্তব্য রেখেছেন, তারপরেই এই ঘটনা।’

তিনি বলেন, ‘এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সরকার তার সকল অপকর্ম, সকল জনবিরোধী কর্ম, রক্তপাত গুম-খুন সবকিছু আড়াল করার জন্য এবং দ্রব্যমূল্য যে বাড়তি সেগুলো আড়াল করার জন্য সরকারের এজেন্সির যে নীলনকশা, সেই নীলনকশারই একটা অংশ কুমিল্লার ঘটনা।’

রিজভী বলে, ‘এ দেশের কোনো মুসলমান-হিন্দু এই ঘটনা ঘটাবে, এটা আমার বিশ্বাস হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। সেখানে আপনার (শেখ হাসিনা) আমলেই রামু, উখিয়া, টাঙ্গাইল ও পাবনায় হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে এবং তাদের সম্পত্তি লুট করা হয়েছে।’

তিনি বলেন, ‘চরম দুর্দিনের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন শেখ হাসিনা নিজের অবৈধ সত্তাকে টিকিয়ে রাখার জন্য আর প্রভুদের খুশি রাখার জন্য। প্রভুদের দেখাচ্ছেন- আমি ছাড়া এসবের মোকাবিলা কেউ করতে কেউ পারবে না।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত