বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৩, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২৪, ১৫ অক্টোবর ২০২১

৫০০

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান

কুমিল্লার ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
কুমিল্লার ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

কুমিল্লার ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (১৫ অক্টোবর) ২০ দলীয় জোটের শরিক জাতীয় দলের মানববন্ধনে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘জনগণ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেনি। কোনো রাজনৈতিক দল বিনষ্ট করেনি। এই বিনষ্ট করছে, আজ সরকার যারা আছে তারা।’

রুহুল কবির রিজভী আরও বলেন, “তাদের (সরকারের) যে ব্যর্থতা, গণতন্ত্রহীনতা-এ থেকে বিশ্বে নিজেদের ভাবমূর্তিটাকে ভালো করার জন্য দেখানো হচ্ছে যে, এখানে সাম্প্রদায়িক ঘটনা যাই হোক, এটি কঠোর হস্তে দমন করতে পারি। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক। একটা কথা আছে, ‘সর্প হইয়া দংশন করি, ওঝা হইয়া ঝাড়ি’। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা সেই কাজটিই করছে।”

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান রিজভী।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-মন্তব্য করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিও জানান বিএনপির এই নেতা।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত