শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩৮, ১৩ অক্টোবর ২০২১

৪৮৪

খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না: মির্জা ফখরুল

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তার চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না।

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি বলেন, বেগম খালেদা জিয়ার নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। যেগুলোর সব একসঙ্গে চিকিৎসা করানো সম্ভব নয় এবং দেশেও করা যাবে না। কারণ মাল্টি ফাংশনাল চিকিৎসা এখানে নেই। সেজন্য তাকে দেশের বাইরে নিতে হবে। কিন্তু সরকার তাকে বাইরে যেতে দিচ্ছে না। 

এসময়, খালেদা জিয়াকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। 

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত