বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না: মির্জা ফখরুল

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও

১৬:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:২১, ৯ সেপ্টেম্বর ২০২১

৬৭৯

আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না: মির্জা ফখরুল

আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় কয়েকজন ব্যক্তি ও আমলার সঙ্গে যোগসাজশ করে আওয়ামী লীগ সমগ্র দেশকে শোষণ করছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনৈতিক স্থবিরতার পর সমমনা দলের সঙ্গে আলোচনা করে আবারও এ সরকারকে হটানোর আন্দোলনের ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব।

খালেদার জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, তাকে (খালেদা জিয়া) রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এটা আমরা সমর্থন করি না। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মূল্যায়ন কবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত