বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উচ্ছ্বলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১৪, ২১ জুলাই ২০২১

আপডেট: ১৬:৩২, ২৩ জুলাই ২০২১

৪৪৪

উচ্ছ্বলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: ওবায়দুল কাদের

স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের
স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের

করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি মনে করিয়ে দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ঈদ আনন্দে যেন বিষাদে রূপ না নেয়, সেদিকে সচেতন থাকতে হবে সবাইকে।

বুধবার (২১ জুলাই) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে বুধবার দেশবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আমাদের লড়াই চলমান। আমরা যে যেখানে আছি মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।’

এসময় সর্বোচ্চ সতর্ক থেকে ঈদ উদযাপন, শতভাগ মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের এই নেতা।

ওবায়দুল কাদের বলেন, ‘গেলবারের মতো এবারও ঈদ এসেছে ভিন্ন বাস্তবতায়, ভিন্ন আমেজে। তবুও জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে। বাধার পাহাড় মাড়িয়ে জীবন বহতা নদীর মত এগিয়ে চলে সম্মুখপানে। জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায়। কঠিন বাস্তবতার করোনায় বদলে দেয়া দৃশ্যপটে ঈদ উদযাপনের সুবর্ণ সময়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার চ্যালেঞ্জ উত্তরণে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগত, উদযাপনের বর্ণিলতায় ঘটিয়েছে ছন্দপতন। তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করব, ইনশাআল্লাহ। নিশ্চয় আমরা ফিরে পাব চিরচেনা জগত এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল, পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জোছনালোকিত রজনী।’

সবার সঙ্গে সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন ঈদ উদযাপন করছি, তখন অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যত নিয়ে উদ্বেগে আকুল, তাই আসুন আমরা অসহায় মানুষের সঙ্গে, প্রতিবেশী এবং পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করি।’

একা সুখী হওয়া বা একা ভাল থাকার মাঝে কৃতিত্ব নেই বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই, পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত