শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্নীতিতে জড়িতরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৩০, ১৬ জুন ২০২১

৪৪৮

দুর্নীতিতে জড়িতরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

বাসভবন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের
বাসভবন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিয়মিত ব্রিফিংয়ে বুধবার (১৬ জুন) সকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত কোনো মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনোভাবেই মনোনয়ন পাবে না।

আরও বলেন, দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।

ওবায়দুল কাদের বলেন, ‘দুদক স্বাধীনভাবে তদন্তের মাধ্যমে কাজ করছে। দলীয় অনেক এমপিরও সাজা হয়েছে, কেউই রেহাই পাচ্ছে না এবং দলীয় পরিচয়ের অনেকেই দুর্নীতির অভিযোগে জেলে আছেন।’

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় বিএনপি নেতাদের সমালোচনাও করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন,‘দুর্নীতিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির মুখে দুর্নীতিবিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম। দুর্নীতি করে যারা দেশ-বিদেশে অর্থ পাচার করেছে বা সম্পদ গড়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘দুদকের মতে তথ্যপ্রমাণের অভাবে অনেক মামলা এগুচ্ছে না, কাজেই ঢালাওভাবে অভিযোগ না করে এবং অন্ধকারে ঢিল না ছুড়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ দিন,’

এ সময় শেখ হাসিনার সরকারকে গণমাধ্যমবান্ধব বলেও তুলে ধরেন কাদের।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত