শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

২২:২২, ৩ জুন ২০২১

৫৬৪

বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট: ওবায়দুল কাদের

বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট, বললেন ওবায়দুল কাদের
বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট, বললেন ওবায়দুল কাদের

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩ জুন ) সংসদ অধিবেশন শেষে তিনি বাজেট প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, 'দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।'

বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদিপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে।’

সন্ধ্যায় বাজেট প্রস্তাবনাকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করে বাংলাদেশ আওয়ামী লীগ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত