মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

২০:২০, ১৪ এপ্রিল ২০২১

৪৬৯

আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রীর

আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রীর
আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি তথ্যমন্ত্রীর

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আহমদ শফীকে হত্যার ঘটনার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (১৪ এপ্রিল) ঢাকায় নিজ বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় পবিত্র রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও গোটা বিশ্বের করোনামুক্তি কামনা করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান বলেন, ‘মওলানা শফী সাহেব আমার নির্বাচনী এলাকার ও আমার পাশের ইউনিয়নের একজন আলেম ছিলেন। তার মতাদর্শ নিয়ে নানা কথা থাকলেও মানুষ হিসেবে তিনি ছিলেন সজ্জন। যারা মামলা করেছেন, তারাও আমার নির্বাচনী এলাকার মানুষ। আমি চাই, আমার নির্বাচনী এলাকার মানুষ মওলানা শফী সাহেবকে যারা নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার হোক।’

‘নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এবিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান বলেন,  ‘হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেয়ার পথে এক ঘন্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা –এ সবই সবাই দেখেছে।’

করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধের সমালোচনা করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘জনগণকে মহামারির হাত থেকে রক্ষার জন্যই সরকার চলাচলে সর্বাত্মক কঠোর বিধিনিষেধের ব্যবস্থা নিয়েছে। বিশ্বের দেশে দেশেও একই ব্যবস্থা।

‘কিন্তু দুঃখজনক, মির্জা ফখরুল সাহেবদের কথা শুনে মনে হয়, তারা চান, দেশে করোনা সংক্রমণ আরো ব্যাপক বৃদ্ধি পাক, প্রতিদিন দেশে শতশত মানুষের মৃত্যু হোক, তাহলে তাদের রাজনীতিতে সুবিধা হয়।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত