শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত ও বন্দি

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪১, ৮ মার্চ ২০২১

আপডেট: ১৫:৪২, ৮ মার্চ ২০২১

৪৫৯

শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত ও বন্দি

শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত ও বন্দি
শুধু নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত ও বন্দি

আজকে শুধুমাত্র নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত, বন্দি এবং অধিকার থেকে বঞ্চিত। এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আরও বলেন, মা-বোনেরা এখনও নিরাপদে চলাফেরা করতে পারেন না। জাতির দুর্ভাগ্য যে, ৫০ বছর পরেও বলতে পারেনা যে, তারা স্বাধীন। 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পুরুষতান্ত্রিক সমাজ ও অন্ধকার থেকে বেরিয়ে এসে সবাইকে আলোতে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এদিনে স্মরণ করতে চাই, বেগম রোকেয়াকে, যিনি এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে নারীদের উন্নয়নের জন্য, তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য প্রকৃত ভূমিকা পালন করেছিলেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘এরপরই যে মহিলাকে সবেচেয়ে বেশি, যে নারী নেত্রীকে সবেচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে চাই, তিনি খালেদা জিয়া। উনি বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় কাজটি করেছিলেন। মেয়েদের বিনা বেতনে গ্রাজুয়েটের ব্যবস্থা করে দিয়েছিল। এটা খালেদা জিয়ার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল।’

এই সরকার বাক- স্বাধীনতাকে হরণ করেছে মন্তব্য করে মহাসচিব বলেন, তখনই নারীদের অধিকার আদায় হবে, যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

সংক্ষিপ্ত সভা শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শোভাযাত্রা করে মহিলা দল। দলীয় কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত