বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭ মার্চ নিয়ে বিএনপির দুরভিসন্ধি জানা নেই তথ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪৬, ৭ মার্চ ২০২১

আপডেট: ১৬:৫৪, ৭ মার্চ ২০২১

৪৩১

৭ মার্চ নিয়ে বিএনপির দুরভিসন্ধি জানা নেই তথ্যমন্ত্রীর

৭ মার্চ নিয়ে বিএনপির দুরভিসন্ধি জানা নেই তথ্যমন্ত্রীর
৭ মার্চ নিয়ে বিএনপির দুরভিসন্ধি জানা নেই তথ্যমন্ত্রীর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন ৫০ বছর আগে যেমন ছিল, আজকে ৫০ বছর পরে সেই একই রকম আছে। এখনও মানুষ এ ভাষণ শুনে উদ্দীপ্ত হয়। এই মন্তব্য তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের।

বিএনপির ৭ মার্চের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেছেন, কোন দুরভিসন্ধি নিয়ে তারা এটি পালন করছে, তা জানেন না তারা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রবিবার (৭ মার্চ) ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বাঙালির মুক্তির সড়ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, ‘আজকে ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই ৭ মার্চের ভাষণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এ ভাষণ বাজেনি। রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে এ ভাষণ নিষিদ্ধ ছিল, এমনকি বঙ্গবন্ধুর নামটিও নিষিদ্ধ ছিল।’

বিএনপির ৭ মার্চ কর্মসূচি পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে দেখলাম, যারা এ ভাষণকে নিষিদ্ধ করেছিল, ইতিহাসকে বিকৃত করেছিল, বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা করেছিল, তারা ৭ মার্চ পালন করছে। কোন দুরভিসন্ধি নিয়ে তারা এটি করছে, আমি জানি না।

‘তবে তাদের জানাব, ইতিহাস বিকৃত করে কোনো লাভ হয়নি, বরং বঙ্গবন্ধু তার স্বকীয় মহিমায় নতুন প্রজন্মের মনের গভীরে প্রোথিত হয়েছেন।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে হাছান বলেন, ‘আজকের দিনে আমি অনুরোধ জানাব, সবাই যেন সঠিক ইতিহাসকে মেনে নেয়। ইতিহাসকে মেনে নিয়ে আমরা যার যার অবস্থান থেকে যেন রাজনীতি করি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন ৫০ বছর আগে যেমন ছিল, আজকে ৫০ বছর পরে সেই একই রকম আছে। এখনও মানুষ এ ভাষণ শুনে উদ্দীপ্ত হয়।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত