বুধবার   ১৬ জুলাই ২০২৫ || ১ শ্রাবণ ১৪৩২ || ১৮ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫৪, ১৮ জানুয়ারি ২০২৪

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এসব স্বর্ণ উদ্ধার করে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। 

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহনের খবর পেয়ে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়। 

ফ্লাইটটি অবতরণের পর কাস্টম কর্মকর্তারা বিমানের টয়লেটের ছাদে বিশেষ কায়দায় লুকানো ৪০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।  

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহসাব হোসাইন রনি বলেন, উদ্ধার এসব স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে চার কেজি; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত