মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে হামিদ কারজাই মত সরকার গঠনের চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩

৩১১

দেশে হামিদ কারজাই মত সরকার গঠনের চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মতো সরকার গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে এই প্রচেষ্টা সফল হবে না বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আয়োজনে 'আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে' এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, 'দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেকে ভোট বানচালের চক্রান্ত করছে। হামিদ কারজাই মার্কা সরকার গঠনের চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন থামাতে পারবে না।


দ্বাদশ সংসদ নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক অথবা না করুক নির্ধারিত সময়েই ভোট হবে।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা প্রশ্ন রেখে বলেন, ইসরায়েল ও বিশ্বের মানবতা লঙ্ঘনকারী অন্যান্য দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন?

জামায়াত অলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এরা ইসলামে ফেতনা সৃষ্টি করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আযান বন্ধ হয়ে যাবে। অথচ আওয়ামী লীগের আমলে দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত