তফসিল ঘোষণা করলেই নির্বাচন হবে, এত সহজ নয়: খসরু
তফসিল ঘোষণা করলেই নির্বাচন হবে, এত সহজ নয়: খসরু
![]() |
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল, বিষয়টি এত সহজ নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
‘জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ ইসির এই বক্তব্যের জবাবে আমীর খসরু বলেন, মানুষ ভোটাধিকারের জন্য সংগ্রাম করছে, তা পুনরুদ্ধার না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
তিনি বলেন, লাখ লাখ মানুষ তার ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য রাস্তায়ে নেমেছে। মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, সরকার মানুষকে বোকা ভাবছে। অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল, এত সহজ নয়।
সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, ব্যাংক ও বড় বড় প্রকল্পে লুটপাট করে সব টাকা বাইরে নিয়ে গেছে। প্রতি বছরে ৭ থেকে ৮ বিলিয়ন টাকা বাইরে চলে গেছে। গত ১৪ বছরে তারা ১ লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, উন্নয়নের কথা বলে লুটপাট করে মানুষের ওপর যে ঋণের বোঝা চাপানো হচ্ছে। এই ঋণ এত গুণ বেড়েছে যে, আগামী দিনে তা পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেকে দুবেলা খেতে পারছে না। অনেকে ধার করে চলছে। অনেকে মাছ-গোস্ত ছেড়ে দিয়ে সবজি খেয়ে চলছে। অনেক পরিবার চিকিৎসা করাতে পারছে না। লেখাপড়া করাতে পারছে না। জনগণ প্রতিটা দিন প্রত্যাশা করে এই সরকার কবে যাবে।

আরও পড়ুন
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`