সাত বছর আত্মগোপনে থাকা হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাত বছর আত্মগোপনে থাকা হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
![]() |
সাত বছর আত্মগোপনে থাকার পর ফের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র, গণতন্ত্র ও প্রচলিত বিচারব্যবস্থার বিরুদ্ধে অপ্রপচারসহ সাংগঠনিক কাজ করে আসছিলেন। তার নাম তমিজ আহম্মেদ সবুজ (৩২)। তার বাড়ি বরগুনার তালতলী। এর আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন।
এরপর জামিনে থেকে তিনি প্রায় সাত বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
বিকালে এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি সাত বছর আত্মগোপনে ছিলেন।
এর আগে ২০১৪ সালে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। তবে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী