শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ: কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট

১২:৪২, ২৯ নভেম্বর ২০২২

৩১৩

বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ: কাদের

ফাইল ছবি
ফাইল ছবি

বৈশ্বিক কারণে দেশেও দ্রব্যমূল্য বেড়েছে। এতে সাধারণ মানুষ কষ্টে আছে বলে স্বীকার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী সদর ও শহর আওয়ামী লীগের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলরা ষড়যন্ত্র করছে, আমরা কাজ করে তার জবাব দেব। আমরা জনগণের সাথে ছিলাম, আছি ও থাকবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে বিশ্বাসঘাতকরা শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বিশ্বাস ঘাতকরাই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত