বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না: নতুন ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০২, ১ অক্টোবর ২০২২

৩১৪

র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না: নতুন ডিজি

মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সংস্কারের কথা নাকচ করে দিয়েছেন বাহিনীটির সদ্য দায়িত্ব পাওয়া মহাপরিচালক এম খুরশীদ হোসেন। র‌্যাব আইনের বাইরে কোনো কাজ করে না বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (১ অক্টোবর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে র‌্যাব-প্রধানের দায়িত্ব নেন। গত ২২ সেপ্টেম্বর সরকার তাঁকে র‌্যাবের নবম প্রধান হিসেবে নিযুক্ত করে।

র‌্যাবের সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন মহাপরিচালক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না যার জন্য র‌্যাবকে সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে, সেই বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। সে ক্ষেত্রে সংস্কারের তো প্রশ্নই ওঠে না।’

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞার বিষয়টি সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, ইতোমধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি। কারণ, আপনি বললেন এতগুলো লোক আমার নেই, উধাও হয়েছে, কিন্তু আমাদের তো বলতে হবে সেই লোকগুলো কারা? সেগুলো বলা হয়েছে, আমরা সেগুলোর খোঁজ দিয়েছি, কে, কোথায়, কী অবস্থায় আছে।’

খুরশীদ হোসেন বলেন, ‘আমি মনে করি না, এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার বা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা সত্য, যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। দেখতে হবে সেটা আমি ব্যক্তি স্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে করেছি। এ বিষয়গুলো আমরা অবশ্যই সরকারিভাবে মোকাবেলা করবো।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত