বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ || ২৫ আশ্বিন ১৪৩১ || ০৪ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদনের নতুন তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১৩, ৩ আগস্ট ২০২২

৫৩৭

এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদনের নতুন তারিখ

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ফাইল ছবি
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৯ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ আগস্ট ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ এর ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

আজ মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য নতুন করে এই তারিখ করেন বিচারক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান গত ৩১ মার্চ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত