শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধে বিটিআরসিকে সময় দিলো আদালত

স্টাফ করেসপন্ডেন্ট

২০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২১

৪০৯

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধে বিটিআরসিকে সময় দিলো আদালত

অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে ২৫ অক্টোবর পর্যন্ত সময় পেল বিটিআরসি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিটিআরসি হাইকোর্টকে জানায়, তথ্য মন্ত্রণালয়ের কাছে  নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এখনও তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা না পাওয়ায় আদালতের আদেশ কার্যকর করা সম্ভব হয়নি। তারা আদালতের কাছে সময় চান এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য।

পরে আদালত আগামী ২৫ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে। ওই দিন প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করে দেয়।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন ফারজানা শারমিন। রিটের পক্ষে শুনানি করেন জারিন রহমান ও রাশিদা চৌধুরী নিলু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে ২৫ অক্টোবর পর্যন্ত সময় পেল বিটিআরসি। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়।

গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজপোর্টালের প্রচার ও প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজপোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত