শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী

১৪:১২, ১৭ সেপ্টেম্বর ২০২১

৪২৫

ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে
আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃতদের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা রয়েছেন। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮জন রোহিঙ্গাকে আটক করে।

তিনি বলেন, আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত