রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২১ আশ্বিন ১৪৩১ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

১১:২৮, ১৭ আগস্ট ২০২১

আপডেট: ১১:২৯, ১৭ আগস্ট ২০২১

২১২৪

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি বলছে, নিহতরা ডাকাতদলের সদস্য।

দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন র‌্যাব-১০-এর সদস্যরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান তারা।

নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

র‌্যাব-১০-এর ডিএডি নজরুল ইসলাম জানান, নিহত দুজন ডাকাতদলের সদস্য। ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

খবর পেয়ে র‌্যাবের সদস্যরা সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ওই দুই যুবক। তখন র‌্যাব পাল্টা গুলি করে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত