শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ আগস্টের পরের নির্দেশনা জানা যাবে বুধবারের মধ্যে

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:২০, ৩১ জুলাই ২০২১

২৯৯

৫ আগস্টের পরের নির্দেশনা জানা যাবে বুধবারের মধ্যে

সরকার সম্ভাব্য সব বিকল্প মাথায় রেখে করণীয় নির্ধারণ করতে চায়
সরকার সম্ভাব্য সব বিকল্প মাথায় রেখে করণীয় নির্ধারণ করতে চায়

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোরতম বিধিনিষেধ শেষ হচ্ছে ৫ আগস্ট। এরপর কী হবে, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। তবে খোঁজা হচ্ছে সব ধরনের বিকল্প। সংক্রমণ, জীবন-জীবিকা, অর্থনীতি বিবেচনায় রেখে বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (৩১ জুলাই) ৫ আগস্টের পর কী ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘এটা কী পরিসরে থাকবে…হয়তো একবারে সব ওপেন হবে না। আসলে কী পরিসরে হবে, ৩/৪ তারিখে আমরা জানাতে পারব। কী পরিসরে খুলবে অথবা কী হবে, সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। সে পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব।’

সরকার সম্ভাব্য সব বিকল্প মাথায় রেখে করণীয় নির্ধারণ করতে চায় বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বুঝে যতগুলো বিকল্প আছে, সেগুলো নিয়ে ভাবা হচ্ছে। হয়তো অফিস খোলা রাখলে, সেখানে আমাদের লোকবল কত থাকবে, সেটির একটি ব্যাপার আছে। মানুষ যাতে ঘর থেকে কম বের হয়, সে জন্য কী করা যায়, যতগুলো বিকল্প আছে, আমরা সেই বিকল্পগুলো নিয়ে ভাবছি।’

৫ আগস্টের পর আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটিও আমাদের মাথায় আছে। আমাদের বিবেচনার মধ্যে আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সে জন্য আমি বলছি, আমরা একটু সময় নেব। ৩ বা ৪ তারিখে আমরা বিষয়টি পরিষ্কার করে দেব।’

তবে সংক্রমণ নিয়ন্ত্রণকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে বিভিন্ন প্রস্তাব আছে। সেগুলো বিবেচনা করে কীভাবে করলে এই সংক্রমণ কমাতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, সেটি আমাদের মূল লক্ষ্য। সংক্রমণ নিয়ন্ত্রণ করা এবং কাজকর্ম যেগুলো অপরিহার্য, সেগুলো চলমান রাখা। কী করলে ভালো হবে সে জন্য আরেকটু সময় আমাদের লাগবে।’


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত