শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে তিন মামলার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪৩, ৩০ জুলাই ২০২১

৪৩৮

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে তিন মামলার প্রস্তুতি

রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা হবে: র‍্যাব
রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা হবে: র‍্যাব

হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার নামে আলাদা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে র‍্যাব। ডিজিটাল সিকিউরিটি আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনে আরেকটি মামলা করার প্রস্তুতি নিয়েছে র‍্যাব।

রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।

**বৈধ কাগজ না পেলে বন্ধ হবে জয়যাত্রা টিভি: র‍্যাব

**হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার

তিনি বলেন, ‘র‍্যাবের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবৈধ মাদক, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্য সামগ্রী বেআইনিভাবে মজুত আছে। সেগুলো উদ্ধার করতেই বৃহস্পতিবার রাতে তার বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

‘যেসব অবৈধ জিনিস তার বাসা থেকে জব্দ হয়েছে সেগুলোর ক্যাটাগরি অনুযায়ী অপরাধ বিবেচনায় আমরা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে।’

মামলা করার পর হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করার কথা বলেন ওই কর্মকর্তা।

আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’ নিয়ে সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাব বৃহস্পতিবার অভিযান চালায়। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনোর সরঞ্জাম, হরিণের চামড়া, বিদেশি মুদ্রা, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়।

সেই সঙ্গে তার মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রার অফিসেও অভিযান চালায় র‍্যাব। অভিযানের পর র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র তারা পাননি। কাগজপত্র না থাকলে সেটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত