শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

০০:৪৫, ২০ জুন ২০২১

৫৪৪

শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

শফি আহমেদ চৌধুরী
শফি আহমেদ চৌধুরী

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিলেট উপ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ জুন) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি’র গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়নি। তাই তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন শফি আহমদ চৌধুরী। এজন্য তাকে শোকজ করে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

নোটিশের জবাবে দেন শফি আহমদ চৌধুরী জানিয়েছিলেন, ‘জনগণের চাপে’ তিনি নির্বাচন করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত