বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংক্রমণ বাড়ছে গণপরিবহনের কারণে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:৪৮, ১৮ জুন ২০২১

৪২৮

সংক্রমণ বাড়ছে গণপরিবহনের কারণে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে
দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে

গণপরিবহনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১৮ জুন) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'ব্যবসা বাণিজ্যের জন্য মানুষের যাওয়া আসা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটার জন্য লোক যাওয়া আসা করছে। এ কারণে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।'

দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'দেশের উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে। নোয়াখালীতেও করোনা বাড়তি এবং রাজবাড়ী পর্যন্তও পৌঁছে গেছে।'

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, 'সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'

'গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী যাতায়াত করে' উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এসব কারণে সংক্রমণের হার বাড়ছে। গণপরিবহনে সরকারের নির্দেশ মেনে যাতায়াত করতে হবে এবং অর্ধেক সিট খালি রাখতে হবে।'

মন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষের সুরক্ষা হয় না, আরও এক মাস সময় লাগে। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট আমাদের দেশেও এসেছে। এর সংক্রমণের ক্ষমতা ৫০ ভাগের বেশি। কাজেই এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজেদের রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত