শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৪, ১৮ জুন ২০২১

আপডেট: ১৬:৫৭, ১৮ জুন ২০২১

৩৫৪

ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামি ২১ জুন জামিন শুনানি দিন ধার্য করেন। 

আসামিরা হলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং ম্যানেজার অপারেশন এমরান আহম্মেদ। 

এর আগে বংশাল থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

আটক রাখার আবেদনে বলা হয়,  আসামিরা ব্যাংকের ভোল্টের টাকার দায়িত্বে ছিল। ভোল্টের চাবি তাদের কাছেই ছিল। বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভোল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসেব গড়মিল পান। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করে। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষনিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করে।

আবেদনে আরও বলা হয়, ব্যাংকের ম্যানেজার তখন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করেন। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত