বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সহমর্মিতা জানিয়ে মোদিকে শেখ হাসিনার চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:১৭, ১১ মে ২০২১

৪৩৩

সহমর্মিতা জানিয়ে মোদিকে শেখ হাসিনার চিঠি

মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা জানিয়ে নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার চিঠি
মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা জানিয়ে নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার চিঠি

করোনাভাইরাস মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় বিপর্যস্ত ভারতের প্রতি বাংলাদেশ ও দেশের মানুষের সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি একসঙ্গে করোনাভাইরাস মোকাবেলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছে। এর মধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সেখানে পাঠানো হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির ১০ হাজারটি।

ভারতের করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। যা চার দিন পর ৪ লাখের কম। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। 

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৪। আগের দুই দিনই ভারত ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে। দেশটিতে করোনায় ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের মৃত্যু হলো ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত