বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকা ছাড়তে ঘরমুখী মানুষের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৭, ১৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:৩৪, ১৩ এপ্রিল ২০২১

৪২৪

ঢাকা ছাড়তে ঘরমুখী মানুষের চাপ

ঢাকা ছাড়তে ঘরমুখী মানুষের চাপ
ঢাকা ছাড়তে ঘরমুখী মানুষের চাপ

ঢাকা ছাড়ছেন রাজধানীর বহু মানুষ। ৫ এপ্রিলের সরকারি বিধিনিষেধের পরও যারা ঢাকা ছাড়েননি তারা আগামীকাল শুরু হতে যাওয়া কঠোর নিধেধাজ্ঞাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাড়ি যাচ্ছেন। বেশির ভাগ যাত্রী যাচ্ছেন নৌরুটে।

রাজধানীর রাস্তায় রাস্তায় মঙ্গলবারও যানজট। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের জটও দেখা গেছে।

 ট্রাফিক পুলিশ বলছে, এই নিষেধাজ্ঞায় খেটে খাওয়া মানুষের কাজকর্ম থাকবে না। অনেকের অফিস বন্ধ। তাই অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন। এ কারণে অন্যান্য সময়ের তুলনায় গত দুই দিনে গাড়ির চাপ বেশি।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরি, ট্রলারে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা।

আছে মেশিনচালিত নৌকাও। 

রাস্তায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটও তৈরি হয়েছে।

বুধবার (১৪ এ্প্রিল) থেকে সারা দেশে সর্বাত্মক বিধিনিষেধ শুরু হচ্ছে। আজ পর্যন্ত আগের ঘোষিত বিধিনিষেধ চলমান রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত