বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

২২:৩২, ১১ এপ্রিল ২০২১

৪৩৬

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ
১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে আকাশপথ বন্ধ

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কঠোর সর্বাত্মক লকডাউনের মধ্যে মধ্যে বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রবিবার (১১ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি জানান, '১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে।আগামী ১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এই সময়ে দেশের বাইরে থেকেও কোনো ফ্লাইট দেশে আসতে পারবে না। বিকেলের আন্ত:মন্ত্রণালয় বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে '

তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট চলবে; কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানান তিনি।  

সরকার ঘোষিত প্রথম দফা নিষেধাজ্ঞায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। দ্বিতীয় দফা লকডাইনে সেই ফ্লাইটগুলোও বন্ধ থাকছে। 

বেবিচক জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত