শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বাভাবিক রূপে ফিরছে রাজধানী, ঢাকাসহ সব সিটিতে চলছে বাস

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৪১, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১২:৩০, ৭ এপ্রিল ২০২১

৪৫৭

স্বাভাবিক রূপে ফিরছে রাজধানী, ঢাকাসহ সব সিটিতে চলছে বাস

ঢাকাসহ সব সিটিতে চলছে বাস
ঢাকাসহ সব সিটিতে চলছে বাস

চলাচলে সরকারি নিষেধাজ্ঞায় টানা দুই দিন স্থবিরতার পর গণপরিবহন আবার চলা শুরু হওয়ায় তৃতীয় দিনেই স্বাভাবিক রূপে ফিরে এসেছে রাজধানী ঢাকা। আগের মতোই চলছে বাস, রাস্তায় রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটও।

অফিসগামী ও সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে গণপরিবহন চালু হয়েছে। এ সিদ্ধান্ত গতকাল (৬ এপ্রিল) জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে বাস চলবে। দূরপাল্লার যান যথারীতি বন্ধ থাকবে।

**বুধবার থেকে ঢাকাসহ সব সিটিতে বাস চলবে 

****বন্ধ সাধারণের বাহন, ভোগান্তি আর ঝুঁকি নিয়েই চলাচল

এতে মানুষেরা কিছুটা স্বস্তি পেলেও, করোনাভাইরাস সংক্রমণের গতিতে লাগাম টানা মুশকিল হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঢাকা ছাড়া অন্য সিটিগুলো হলো, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

শর্তাবলী-৬০ ভাগ বেশি ভাড়া আদায়ের শর্তে বাসগুলোতে প্রতি দুই আসনে একজন যাত্রী পরিবহন করা যাবে।এছাড়া প্রতি ট্রিপের পর যান জীবাণুমক্ত করতে হবে এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে ।

ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান সরকারি নিষেধাজ্ঞায় সোম ও মঙ্গলবার এই দুদিন ধরে রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পায়ে হেঁটে, রিকশা, সিএনজি, ভ্যান, পিকাপভ্যান বা লেগুনায় চড়ে ঝুঁকি নিয়ে কাজে বা গন্তব্যে যাতায়াত করে সাধারণ মানুষ। যেতে আসতে গুণতে হয় বাড়তি খরচ।

গত ৫ এপ্রিল থেকে গণপরিবহন বন্ধ করা হয়। ওবায়দুল কাদের তার আগে বলেছিলেন, জরুরি সেবা, পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন,সংবাদপত্র ও গার্মেন্ট সামগ্রী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত