বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫৬, ৪ মার্চ ২০২১

আপডেট: ১৭:১০, ৪ মার্চ ২০২১

৪৮৯

কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  প্রথম জানাজা শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।  

বৃহস্পতিবার (৪ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের মানুষ। 

**মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে রাখা অবদান তাকে অম্লান করে রাখবে

**বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এইচ টি ইমাম

এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে তার  প্রথম জানাজা হয়। সেখানে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেয়া হয়। জানাজা শেষে মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। গুলশানের আজাদ মসজিদে বাদ আছর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এইচ টি ইমাম কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে  সিএমএইচে ভর্তি হন। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা যান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত