শনিবার   ০৯ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোনার দাম কমল

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩

১৫২

সোনার দাম কমল

ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমল সোনার দাম। ফলে ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৯৬০ টাকা। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটির সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়াও নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ৭৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৯৩৩ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৭ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। 

২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে। 

২৪ আগস্ট সোনার দাম বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ করা হয়েছিল। দেশের ইতিহাসে এটিই ছিল সোনার দামের সর্বোচ্চ রেকর্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত