শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেট্রোরেলের সুরক্ষায় অনুমতি পেলো এমআরটি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০৪, ২৪ মে ২০২৩

২২৪

মেট্রোরেলের সুরক্ষায় অনুমতি পেলো এমআরটি পুলিশ

অবশেষে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় অনুমোদন পেল মেট্রো পুলিশ ইউনিট। যাকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ বা এমআরটি পুলিশ বলে অভিহিত করা হচ্ছে। এই বিভাগে একজন উপমহাপরিদর্শক থাকবেন। যার নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার (২৪ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূর-এ-মাহবুবা জয়া।

প্রজ্ঞাপনে বলা হয়- এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণ হয়েছে। এছাড়া কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর (সশস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাব রক্ষক, একজন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন পদে থাকবেন।

এসব পদের পাশাপাশি এমআরটি লাইন-৬ এর জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন ইন্সপেক্টর (নিরস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), ৩৪ জন এএসআই (নিরস্ত্র) ও ১৫৩ জন কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে।

সম্প্রত ঢিল ছুঁড়ে মেট্রোরেলের জানালার গ্লাস ভেঙে ফেলার বিষয়টি উদ্বোগের জন্ম দেয়। ফলে মেট্রোরেলকে আরও নিরাপদ করতে চায় কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় গঠিত হলো মেট্রো পুলিশ ইউনিট বা এমআরটি পুলিশ।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে।  

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত