শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশে এখনও বড় সমস্যা দুর্নীতি: মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৮, ২১ মার্চ ২০২৩

আপডেট: ১৩:২৭, ২১ মার্চ ২০২৩

২৬৩

বাংলাদেশে এখনও বড় সমস্যা দুর্নীতি: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: অপরাজেয় বাংলা
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: অপরাজেয় বাংলা

দুর্নীতিকে বর্তমান বাংলাদেশের একটি বড় সমস্যা হিসেবে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সামিটে এ কথা বলেন তিনি।

এর আগে গতকাল সোমবার (২০ মার্চ) বাংলাদেশের দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এমনটি জানানো হয়েছে।

এ ক্ষেত্রে প্রয়োজন হলে দেশের গণমাধ্যম ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিটার হাস।

দুর্নীতি দমনে নিজ দেশের কথা তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমার দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত