বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওআইসির ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১৭, ১৭ মার্চ ২০২৩

আপডেট: ১৪:১৮, ১৭ মার্চ ২০২৩

৩১৮

ওআইসির ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি ইসলামি মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ছাড়াও ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

এছাড়াও ইসলামি মানবাধিকার পরিষদে বাংলাদেশের পাশাপাশি সদস্য হিসেবে যুক্ত হয়েছে তুরস্ক ও ইরান।

এদিকে ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সিএফএমের এবারের অধিবেশনের আয়োজক দেশ মৌরিতানিয়া।

উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) শুরু হওয়া দুই দিনব্যাপী সিএফএমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের নেতৃত্বে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত