বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদ্যুতের দাম সমন্বয় হবে প্রতি মাসে: নসরুল হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫০, ২৭ জানুয়ারি ২০২৩

৬৪৯

বিদ্যুতের দাম সমন্বয় হবে প্রতি মাসে: নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। আমরা বলেছিলাম প্রতি মাসে কিছু সমন্বয় করবো। পর্যায়ক্রমে সেটাই চলছে। গ্যাসের মূল্যেরও সমন্বয় করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কিছু কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে উল্লেখ্য করে নসরুল হামিদ বলেন, এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো হবে, বিশেষ করে আগামী মাস থেকে।

তিনি আরও বলেন, সেচের জন্য অনেক জায়গায় সারাদিন পাম্প চালান অনেকেই। আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি, এ সময়ের মধ্যে আপনারা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন।

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন। গ্যাসের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারবো বলে আশা করছি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত