এবার সংসদীয় কমিটির সভাপতির পদও হারালেন খন্দকার মোশাররফ
এবার সংসদীয় কমিটির সভাপতির পদও হারালেন খন্দকার মোশাররফ
![]() |
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদ হারানোর পর এবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকেও বাদ পড়লেন ফরিদপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি চলতি একাদশ সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মাসে অন্তত একটি বৈঠক করার কথা থাকলেও দীর্ঘদিন এই কমিটির কোনো বৈঠক হয়নি। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ১৩ মার্চ।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। রোববার (১৫ জানুয়ারি) সংসদে সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে খন্দকার মোশাররফের স্থলে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।
একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে এই কমিটির সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্থানীয় সরকারসহ বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সেগুলো কণ্ঠ ভোটে পাস হয়।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি সংসদ উপনেতা হওয়ায় তার স্থলে এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী