শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৫০, ২২ নভেম্বর ২০২২

২৬৯

পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২ জুন নিকার বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ছিল দুই বিভাগ গঠনের প্রস্তাব। পরে বৈঠকটি স্থগিত করা হয়।

গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন দুটি বিভাগ হলে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০। অন্য বিভাগগুলোর নাম শহরের নামে হলেও প্রথমবারের মতো নদীর নামে বিভাগের নামকরণ করা হচ্ছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত