বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘দেশে চলমান লোডশেডিং কমবে সেপ্টেম্বরে’

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫৪, ৭ আগস্ট ২০২২

আপডেট: ১৮:৩৯, ৭ আগস্ট ২০২২

২৯২

‘দেশে চলমান লোডশেডিং কমবে সেপ্টেম্বরে’

দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় চলমান লোডশেডিংয়ের ভোগান্তি আগামী সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৭ আগস্ট) দুপুরে বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করছি।

উল্লেখ্য, বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। বলা হয়েছিল, এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত