বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তার পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট

০০:৫৩, ১২ মে ২০২২

১৩৯৯

ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তার পদোন্নতি

হারুন অর রশীদসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হলেন ৩২ কর্মকর্তা।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় গ্রেডে পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। 

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রেড-৩ পদমর্যাদার ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. মোজাম্মেল হক, মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনির হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের (ঢাকা) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন।

এ তালিকায় রয়েছেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়) এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়) শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (নৌ পুলিশ ইউনিট, ঢাকা) মোল্যা নজরুল ইসলাম,  

এ তালিকায় আরও রয়েছেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস, এম, মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) নুরে আলম মিনা, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. শাহ আবিদ হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. জামিল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান ও মোহাম্মদ হারুন অর রশীদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত