বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪৩তম বিসিএস প্রিলির ফল ঘোষণা হতে পারে বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪২, ২০ জানুয়ারি ২০২২

৩৩১

৪৩তম বিসিএস প্রিলির ফল ঘোষণা হতে পারে বিকেলে

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। বাংলাদেশ কর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিকালে ফল ঘোষণার জন্য পিএসসির সংশ্লিষ্ট বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য প্রায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে।   

ফল ঘোষণার জন্য গত কয়েক দিন ধরে কাজ করে যাচ্ছে পিএসসির সংশ্লিষ্ট বিভাগ। কমিশনের সভায় ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত