বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ৩৭৯ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৪, ২৫ নভেম্বর ২০২১

৪৩৯

আরও ৩৭৯ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে

ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

আরও ৩৭৯ জন রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে গেলেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর দু’টি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছায়। 

এটি রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার সপ্তম পর্যায়। এরআগে আরও ছয় ধাপে ১৮হাজার ৩৪৭ রোহিঙ্গা নাগরিককে অস্থায়ী বসবাসের জন্য ভাসানচরে নেয়া হয়।

এদিকে গত বুধবার ভাসনচরের উদ্দেশ্যে কক্সবাজার থেকে আসা রোহিঙ্গাদের চট্টগ্রামে নৌবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়। রাতে তারা চট্টগ্রামের বি এফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে অবস্থান করে। বৃহস্পতিবার সকালে এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোটক্লাব থেকে নৌবাহিনীর  দুটি জাহাজ ভাসানচরে উদ্দেশ্যে ছেড়ে আসে। 

গত বছরের ৪ ডিসেম্বর স্বেচ্ছায় ভাসানচরে আসতে ইচ্ছুক এমন রোহিঙ্গাদের নিয়ে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে স্থানান্তরের মধ্যদিয়ে শুরু হয় প্রক্রিয়া। এ নিয়ে মোট ১৮ হাজার ৭২৬ জন রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত