মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩৬৯ কেন্দ্রে হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩৭, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫৩, ১৮ অক্টোবর ২০২১

৩২৬

৩৬৯ কেন্দ্রে হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। দেশের সব বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। 

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের সিট প্লান/ আসন বিন্যাস প্রকাশ করা হয়। 

প্রিলিমিনারি পরীক্ষা ঢাকার ১৬৭টি, রাজশাহীর ৪৪টি, চট্টগ্রামের ৩১, খুলনার ৩৫, বরিশালের ১৫, সিলেটের ১৩, রংপুরের ৩৫ ও ময়মনসিংহের ৩১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

এই বিসিএসে ৪ লাখ ৮ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষার্থীদেরকে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। এসময় মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। ১০টায় পরীক্ষা শুরুর আগ পর্যন্ত সবাই রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবেন এবং হাজিরায় স্বাক্ষর করবেন। 

১২ টায় পরীক্ষা শেষ হলে চাকরিপ্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। সবার কাছ থেকে উত্তরপত্র বুঝে নেয়ার পর পরীক্ষার্থীরা কক্ষ ত্যাগ করতে পারবেন। প্রশ্নপত্র সাথে করে নিয়ে যাওয়া যাবে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত